বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফাইন আর্ট গ্যালরিতে লি বাঙলা শিল্পচর্চা কেন্দ্র আয়োজিত ‘ফাল্গুনের উচ্ছ্বাসে’ শিরোনামে একটি বৃন্দ শিল্পকর্ম প্রদর্শনী ১১ ফাল্গুন ১৪৩১ (২৪ ফেব্রুয়ারি ২০২৫), সোমবার বিকেল ৫টায় উদ্বোধন হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন-বরেণ্য শিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান।
অনুষ্ঠানে লি বাঙলা শিল্পচর্চা কেন্দ্রের প্রধান সংগঠক আমিনুল হাসান লিটু এই প্রদর্শনী সহ আগামীর পরিকল্পনা তার বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন- প্রাতিষ্ঠানিক ও সেলফটট চারুশিল্পীদের আশা-আকাঙ্খা, চর্চা ও প্রকাশের উপযুক্ত কর্মসূচি গ্রহনের মধ্যদিয়ে সৃজনশীল শিল্পচর্চা প্রকাশের একটি ক্ষেত্র লি বাঙলা শিল্পচর্চা কেন্দ্র। চারুশিল্পীবৃন্দ চর্চা করেন এমন সকল মাধ্যম সহ নতুন নতুন মাধ্যমের গবেষণায় শিল্পকর্ম প্রকাশে শিল্পীদের সহযোগিতায় কাজ করবে এ প্রতিষ্ঠান। ‘ফাল্গুনের উচ্ছ্বাসে’ শীর্ষক চিত্র কর্মশালা সহ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন এই প্রতিষ্ঠানের প্রথম প্রয়াস। চারুশিল্পীদের নিয়মিত শিল্পচর্চার জন্য স্টুডিও সহ চারুচর্চার মাধ্যম-ভিত্তিক কর্মশালা ও শিল্প-পর্যটনের নানা কর্মসূচি ও ‘সবার জন্য শিল্প’ শীর্ষক চারুশিক্ষার কর্মসূচি রয়েছে ‘লি বাঙলা শিল্পচর্চা কেন্দ্র’র বর্ষপঞ্জিকায়।
উদ্বোধক ও প্রধান অতিথি বরেণ্য শিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান আয়োজক ও অংশগ্রহণকারী সকল শিল্পীকে অভিনন্দন জানিয়ে বলেন- ফাল্গুনের উচ্ছ্বাসে শিল্পকর্ম প্রদর্শনী আমাকে মুগ্ধ করেছে। নানা বয়সের ১৭ জন শিল্পীর বর্ণিল এ আয়োজনের জন্য আমি লি বাঙলা শিল্পচর্চা কেন্দ্র ও অংশগ্রহণকারী শিল্পীদের অভিনন্দন জানাই। জীবন ও প্রকৃতি সব সময়ই শিল্পীর শিল্পকর্মে নানাভাবে প্রভাব বিস্তার করে এবং জীবন ঘনিষ্ঠ অনুভূতির নানা মাত্রা শিল্পী তার শিল্পকর্মে প্রকাশ করে। এই প্রদর্শনী তারই একটি সুনিপুন উপস্থাপন, যা শিল্পী ও দর্শকের মেলবন্ধন তৈরী করবে।
প্রদর্শনীতে ১৭ জন শিল্পীর সাম্প্রতিক সময়ের শিল্পকর্ম স্থান পায়। প্রদর্শনীতে রয়েছে পেন্সিল, প্যাস্টেল, জল রং, অ্যাক্রলিক রং, তেল রং, টেম্পরা, ছাপচিত্র ও মৃৎ মাধ্যমে নানা বৈচিত্রের ৩৪টি শিল্পকর্ম। প্রদর্শনী ১৫ ফাল্গুন ১৪৩১ (২৮ ফেব্রুয়ারি ২০২৫) শুক্রবার, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে।





















