বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ( ৩ পর্যায়) প্রকল্প স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্হণালয় কতৃক আয়োজিত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী ২৫ ফেব্রুয়ারী উপজেলার ( মঙ্গলবার) সকাল ১০ টায় নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেন চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং গ্রাম আদালত হাটহাজারী উপজেলা সমন্বয়কারী মো: বাদশা আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো: সেলিম, মো: মামুনুর রশীদ, মো: আলী, ফাতেমা বেগম, মো: ছগির আহাম্মদ, ফাতেমা বেগম,ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: জাহেদ হোসেন এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, অল্প সময়ে মাত্র দশ টাকা ফ্রি প্রদানের মাধ্যমে আইনের শাসন ব্যবস্থা ঘরে ঘরে পৌছে দিতে সরকার বন্ধ পরিকর। বক্তব্যে আরো বলেন গ্রামের নিন্ম আয়ের মানুষে যাতে কোন রকম সমস্যা না হয় সে বিবেচনায় গ্রাম আদালতের কার্যক্রম।





















