জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজার এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকায় কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও সাবেক পৌর কমিশনার তৌফিকুল ইসলাম তৈহিদকে স্থানীয় জনতারা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। তার বিরুদ্ধে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে জয়পুরহাট ডিবির (ওসি) মোঃ আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে শশুর ফজলে এলাহি তোতার বাড়ীতে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন কালাই উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা আহবায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ। বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় আছেন। শারীরিক সুস্থতা হলে তাকে আদালতে সোপর্দ করা হবে।





















