কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে একটি ইটভাটা বন্ধ করে দেবার দশ দিনের মাথায় নিয়মবহির্ভূতভাবে চালু করে ভাটার মালিক। প্রশাসনের নির্দেশ অমান্য করে ভাটা পুনরায় চালু করায় ১ লাখ টাকা জরিমানা আদায়ের পর বিদ্যুৎ সংযোগ বিছিন্ন সহ ভাটার সকল কার্যক্রম দ্বিতীয় বারের মতো বন্ধ করে দিয়েছেন প্রশাসন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগেরডাবরীহাট এলাকায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ ইটভাটা মেসার্স এডিবি ব্রিকসকে ১লাখ টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও পল্লী বিদ্যুতের লাইনম্যান দিয়ে ভাটার বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন করে ইটভাটাটি পুনরায় বন্ধ ঘোষণা করেন। উল্লেখ থাকে, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান ৫০ হাজার টাকা জরিমানা আদায় সহ বন্ধ ঘোষণা করেছিলেন। পরে আদালতের নির্দেশ অমান্য করে ইট ভাটা চালুর বিষয়টি ২৫ ফেব্রুয়ারী মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনার পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।
শিরোনাম
রাজারহাটে লাখ টাকা জরিমানা সহ ইটভাটা বন্ধের ঘোষণা
-
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- ।
- 207
জনপ্রিয় সংবাদ





















