নোয়াখালী জেলার চাটখিলে নিখোঁজ হওয়া হাফেজ বাধন ইসলাম সোহান (১৪) নিখোঁজ হওয়ার ৭দিন অতিবাহিত হলেও তার সন্ধান পাওয়া যায় নি। এতে করে পারিবারের লোকজনের মধ্যে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, হাফেজ বাধন ইসলাম সোহান উপজেলা কড়িহাটি গ্রামের হাজী বাড়ীর সোহেল রানা ও হাসিনা আক্তারের জেষ্ঠ্য ছেলে, ৩ ভাই ১ বোনের মধ্যে সে বড়। সে হালিমা দিঘিরপাড়া হেফজ খানায় অধ্যয়নরত। ৩ বছর থেকে সোহান এ মাদ্রাসায় অধ্যয়নরত। ৩ মাস পূর্বে সে কোরআনে হাফেজ হন। হেফজ শেষ করে বর্তমানে তার শুনানি চলছে। গত বৃহস্পতিবার তার বাবা তাকে সিএনজিতে তুলে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার বাবা সোহেল রানা চাটখিল থাকায় একটি অভিযোগ করেছে। চাটখিল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নিখোঁজ হাফেজ সোহানকে উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। নিখোঁজ হাফেজ সোহানের সন্ধান পেলে তার বাবা সোহেল রানার মোবাইল নং (০১৩১০০০৬২৯০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।





















