০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজের বানানো প্লেনে চোরে আকাশে উড়লেন জুলহাস

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের এক তরুণ জুলহাস যেন বাস্তবের ‘রাইট ব্রাদার্স’! নিজের হাতে তৈরি প্লেনে চড়ে আকাশে ওড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি।
শৈশব থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের। ২০১৪ সালে স্থানীয় বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পরও উদ্ভাবনী চিন্তা তাকে তাড়িয়ে বেড়াত।ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবে কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়া  হয়ে ওঠেনি। তবে ২০২১ সালে যখন প্রথমবারের মতো আরসি (রিমোট কন্ট্রোল) প্লেন দেখেন, তখনই ঠিক করেন—নিজের একটা প্লেন বানাবেন।
এরপর শুরু হয় নিরলস গবেষণা। ইউটিউব, বই-পত্র ঘেঁটে ধাপে ধাপে শিখতে থাকেন প্লেন তৈরির খুঁটিনাটি। যন্ত্রাংশ জোগাড় করা থেকে শুরু করে নকশা তৈরি, কাঠামো সাজানো—সবকিছু করেছেন নিজেই। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর অবশেষে সফলতা এলো। সম্প্রতি নিজের হাতে তৈরি সেই প্লেনে চড়ে আকাশে ওড়েন তিনি!
তার এই সাফল্যে বিস্মিত স্থানীয়রা। কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে, গ্রামের এক তরুণ নিজের হাতে প্লেন বানিয়ে আকাশে উড়তে পারেন!
”শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, জুলহাসের এই সাফল্য প্রমাণ করে—স্বপ্ন দেখার সাহস আর অধ্যবসায় থাকলে কিছুই অসম্ভব নয়। উপজেলা প্রশাসন থেকে তাকে সর্বোচ্চ সহায়তা করা হবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মোঃ মানোয়ার হোসেন মোল্লা বলেন
সরকার বা অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করে কিভাবে এটাকে উন্নত করা যায় জেলা প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের আকাশে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্লেন দেখা যাবে!
জনপ্রিয় সংবাদ

এবারের বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

নিজের বানানো প্লেনে চোরে আকাশে উড়লেন জুলহাস

আপডেট সময় : ০৮:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের এক তরুণ জুলহাস যেন বাস্তবের ‘রাইট ব্রাদার্স’! নিজের হাতে তৈরি প্লেনে চড়ে আকাশে ওড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি।
শৈশব থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের। ২০১৪ সালে স্থানীয় বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পরও উদ্ভাবনী চিন্তা তাকে তাড়িয়ে বেড়াত।ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবে কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়া  হয়ে ওঠেনি। তবে ২০২১ সালে যখন প্রথমবারের মতো আরসি (রিমোট কন্ট্রোল) প্লেন দেখেন, তখনই ঠিক করেন—নিজের একটা প্লেন বানাবেন।
এরপর শুরু হয় নিরলস গবেষণা। ইউটিউব, বই-পত্র ঘেঁটে ধাপে ধাপে শিখতে থাকেন প্লেন তৈরির খুঁটিনাটি। যন্ত্রাংশ জোগাড় করা থেকে শুরু করে নকশা তৈরি, কাঠামো সাজানো—সবকিছু করেছেন নিজেই। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর অবশেষে সফলতা এলো। সম্প্রতি নিজের হাতে তৈরি সেই প্লেনে চড়ে আকাশে ওড়েন তিনি!
তার এই সাফল্যে বিস্মিত স্থানীয়রা। কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে, গ্রামের এক তরুণ নিজের হাতে প্লেন বানিয়ে আকাশে উড়তে পারেন!
”শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, জুলহাসের এই সাফল্য প্রমাণ করে—স্বপ্ন দেখার সাহস আর অধ্যবসায় থাকলে কিছুই অসম্ভব নয়। উপজেলা প্রশাসন থেকে তাকে সর্বোচ্চ সহায়তা করা হবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মোঃ মানোয়ার হোসেন মোল্লা বলেন
সরকার বা অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করে কিভাবে এটাকে উন্নত করা যায় জেলা প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের আকাশে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্লেন দেখা যাবে!