মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইন্তাজগঞ্জ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ না করায় এসময় ওজনে কারচুপি, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খবার সংরক্ষনসহ বিভিন্ন আপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৩ জন বিক্রেতাকে ৩০০০০/- জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুর আড়াই টার দিকে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবালয় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন।
শিবালয় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যেন ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।
তিনি পরে আরও একটি অভিযান পরিচালনা করে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম ঢাকিজোড়া এলাকায় অবৈধভাবে মাটির উপরিভাগ কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে।এসময় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অপরাধে আলিমউদ্দিন(৫০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৭৫০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। শিবালয় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন দুটি পৃথক অভিযানে মোট এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করেন।





















