মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদ করায় রংপুরে গ্রামবাসির ওপর হামলাকারী হিজবুত তাওহীদ নিষিদ্ধ ও হামলাকারীদের গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষুব্ধ মুসলিম উম্মাহ নামে আন্দোলনকারীরা। আজ ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নগরী কাচারী বাজারে মুসলিম উম্মাহ’র উদ্যোগে আয়োজিত মানববন্ধন, ডিসি অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে এই হুমকি দেয় তারা। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে কয়েক হাজার মানুষ কাচারী বাজারে এসে মানবন্ধন করে। এ সময় তারা হিজবুত তাওহীদকে জঙ্গি সংগঠন দাবি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান ও প্লাকার্ড প্রদর্শন করে। পরে সেখানে সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের রংপুর মহানগর সভাপতি মো. তৌহিদুর রহমান মন্ডল, পীরগাছার পারুল ইউনিয়ন বিএনপির সাংগঠিনিক সম্পাদক মো. ইউসুফ আলী খান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মো. হানিফ খান সজীব, মুসলিম উম্মাহ রংপুর আহবায়ক হাফেজ মাওলানা আমজাদ হোসেন, ছাত্র মজলিসের রংপুর মহানগর সভাপতি মো. ইসমাইল হোসেন, ইসলামী আন্দোলনের পীরগাছা উপজেলা সভাপতি মো. ইউসুফ আলী মুসলিম উম্মাহে নেতা মো. রবিউল ইসলাম রবি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে হিজবুত তাহওহীদ মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও ইসলাম নিয়ে নানা ধরণের বিরুপ মন্তব্য এবং ইসলাম বিরোধী কর্মকান্ড করে আসছে। তাদের কর্মকান্ডের প্রতিবাদ করায় হেলমেট পড়ে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে গ্রামবাসির উপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা উগ্রবাদি জঙ্গি। ২৪ ঘন্টার মধ্যে হিজবুত তাওহীদ নিষিদ্ধ ও হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানানো হয়। এ সময় বক্তারা প্রশাসনের সমালোচনা করে বলেন, পুলিশ উল্টো নিরীহ গ্রামাবসির বিরুদ্ধে হামলাকারীদের মামলা নিয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। পরে তারা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
শিরোনাম
রংপুরে হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৮:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- ।
- 132
জনপ্রিয় সংবাদ





















