“সত্যি কথা কী জানো? আমি তোমাকে বাস্তবে না পেলাম, আমি তোমাকে অনুভবে ভালোবাসব সারাজীবন প্রিয়।” “সাদের জীবন নষ্ট করলাম শুধু তোর জন্য, তুই ভালো থাক দোয়া করি আল্লাহ তরে অনেক ভালো রাখুক।” “তুমি আমার মৃত্যুর সেই লাষ্ট ৭মিনিট যা মৃত্যুর পরও মস্তিষ্কে থেকে যাবে।”
ধারাবাহিকভাবে কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরকম আবেগঘন স্ট্যাটাস দিয়ে যাচ্ছিলেন এক যুবক। ” ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ পিক, হয়তো আর কোনো দিন প্রোফাইল চেঞ্জ করব না। ভালো থাকুক সবাই আল্লাহ হাফেজ।” আত্মহত্যার কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে সৌরভ হাসান দিপু (২১) নামের এক যুবক। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরে গলায় লুঙ্গি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সৌরভ হাসান। সৌরভ হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের শাহীন মিয়ার ছেলে। নিহতের প্রতিবেশী পাভেল জানান, ফেসবুক স্ট্যাটাস দেখে লোকজন সৌরভের বাড়িতে বিষয়টি জানান। সন্দেহ হলে সৌরভের ভাই সিফাত গিয়ে দেখে সৌরভের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। পরে সিফাত পাশের ঘর থেকে টিনশেড ঘরের বেড়া ডিঙিয়ে গিয়ে দেখে ধর্ণায় ফাঁসিতে ঝুলছে সৌরভের নিথর দেহ। পরে সিফাত দরজা খুলে দিলে অন্যান্য স্বজনরা ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করেন। নিহতের নানা খুশবো উদ্দিন জানান, এক বছর আগে সৌরভ একই গ্রামের জাহাঙ্গীরের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। গত বছর জুন মাসের ২৬ তারিখ তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে। নিহতের স্বজনরা আরও জানান, তাদের বিয়ে মেয়ের পরিবার মেনে নেয়নি বরং মেয়ের পরিবার মেয়েকে আইনগতভাবে ফিরিয়ে নিয়ে যায়। মেয়ের সাথে অভিমান করে সৌরভ আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন নিহতের স্বজনরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে”
শিরোনাম
‘সাধের জীবন নষ্ট করলাম শুধু তোর জন্য’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা
-
শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০২:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- ।
- 117
জনপ্রিয় সংবাদ





















