দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন টিংকুর উপর হামলা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার ইফতারের পর দাগনভূঞা পৌর শহরের জিরো পয়েন্টে তার উপর এ অতর্কিত হামলার ঘটনা ঘটে।
আহত জামাল উদ্দিন টিংকু জানান, ওইদিন ইফতারের পর সে বাজারে আসলে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের নির্দেশনায় একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। পরে বাজারের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় সে মারাত্মকভাবে আহত হয়।
কাজী জামশেদুর রহমান ফটিক তার নির্দেশে হামলার ঘটনা অস্বীকার করে বলেন। টিংকুর উপর যারা হামলা করেছে তারা কেউ আমার কর্মী নই। তাদেরকে আমি চিনিওনা।
দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।
দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।





















