কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। এবছর দিবসটির প্রতিপাদ্য “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি” বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” বিষয়কে সামনে রেখে সচেতনতামূলক বিভিন্ন আলোচনা করা হয়। সোমবার ১০ ফেব্রুয়ারী সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়িত মহড়া অনুষ্ঠানে রাজারহাট উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোঃ আবু তাহের এবং তার দল সহ দুর্যোগে উদ্ধার ও অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল প্রদর্শনী করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোঃ আবু তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা। এসময় ইউপি চেয়ারম্যান, ইমাম, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, যেকোন সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে। দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ অথবা যেকোন দুর্যোগের ব্যাপারে আগে প্রস্তুতি নেওয়া হলে তুলনামূলক ক্ষতিগ্রস্ত কম হবে। জান মাল নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।





















