জামালপুরের মাদারগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা ২ ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। এ সময় ভাটাগুলোর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল পক্ষীমারি ও নিশ্চিন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এ ভ্রামমান আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে ইট ভাটার চুল্লি ভেঙ্গে গুড়িয়ে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার গুনারীতলা ইউনিয়নের জোনাইল পক্ষীমারী এলাকার মেসার্স সোহাগ ব্রিক্স ও নিশ্চিন্তপুর এলাকায় মেসার্স মন্ডল ব্রিকসের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সরকারি অন্যান্য নিবন্ধন নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে নিষিদ্ধ জ্বালানী কাঠ ব্যবহার করে ইট প্রস্তুত করছিল। অনুমোদন না থাকা এসব ইটভাটাগুলোতে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার মেসার্স সোহাগ ব্রিক্স ও মেসার্স মন্ডল তিন লাখ জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, ‘ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তারা ইটভাটার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহের জেলা প্রশাসকের কোনো অনুমিত নেওয়া হয়নি। এমন নানা অনিয়মের দায়ে ইটভাটাগুলোকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ইটভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।





















