গাজীপুরের শ্রীপুরে সৎ বাবার নির্যাতনের শিকার হয়েছে ৪ বছরের মেয়ে মরিয়ম । মরিয়মের মা মরিয়মকে নিয়ে দ্বিতীয় স্বামী শামসুজ্জামান মান্নান (৩৫) এর ঘর করছেন। মায়ের অভিযোগ, সৎ বাবা জেদ করে মেয়ের শরীরে গরম চাকুর ছ্যাঁকা দিয়েছে। এর ফলে শিশু মরিয়মের শরীরে ছ্যাঁকা দেওয়া স্থানে ইনফেকশন দেখা দিয়েছে।
শামসুজ্জামান মান্নান (৩৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তালুয়াচাদপুর গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। ভুক্তভোগী শিশু মরিয়ম ও তার মা, উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় থাকে। শিশুটির মা আরো জানান, গত শুক্রবার রাতে সৎ বাবা শামসুজ্জামান মান্নান সৎ মেয়েকে গরম চাকুর ছ্যাঁকা দেয়। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ছুটে এসে দেখেন তার স্বামী মেয়েকে নির্যাতন করছে। পরে আহত শিশুকে স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দুই দিন পর আঘাতের স্থানে ইনফেকশন দেখা দেয়। এ সকল তথ্যের ভিত্তিতে রোববার ( ৯ মার্চ ) রাত ১১ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতার শাকিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্যাতনকারী শামসুজ্জামানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘স্থানীয় লোকজনের কাছে খবর পাওয়া যায় যে মাদকাসক্ত অবস্থায় এক ব্যক্তি তার স্ত্রী ও কন্যা শিশুকে নির্যাতন করেছে। এমনকি শিশুকে গরম চাকুর ছ্যাঁকা দিয়েছে। এমন তথ্যের ওপর ভিত্তি করে পুলিশসহ অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাকে আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।’
শিরোনাম
৪ বছরের মেয়েকে সৎ বাবার নির্যাতন
-
শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- ।
- 65
জনপ্রিয় সংবাদ





















