চলমান মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে দাগনভূঞায় কর্মরত বিভিন্ন ব্যংকের কর্মকর্তা ও বাজারের বিভিন্ন মার্কেট কমিটির সভাপতি-সম্পাদকদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান।
মঙ্গলবার সকালে আতাতুর্ক স্কুলের শিক্ষক মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
থানার সেকেন্ড অফিসার মোঃ রোকন উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান নজির আহাম্মদ, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, নিসচা সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেল, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মীর হোসেন, ইসলামী ব্যাংকের আবুল কালাম, জনতা ব্যাংকের আজাদ উল্লাহ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বেলায়েত হোসেন, ইসহাক মার্কেটের সেক্রেটারি বাবলু, এফটিসি সভাপতি নিজাম হায়দার, সাংবাদিক ইদ্রিস রিয়াদ প্রমুখ।
এসময় নির্বিঘ্নে ব্যাংকিং ও ব্যবসায় কার্যক্রম পরিচালনায় বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।





















