কিশোরগঞ্জের ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাই খুরশিদ মিয়া কে ২৫ হাজার টাকা জরিমানা এবং একইসাথে তাকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১মার্চ) দুপুর ১২ টায় শহরের গাছতলাঘাট বাজার এলাকায় খুরশেদ মিয়া ও সহিদ মিয়া কসাইয়ের মাংসের দোকানে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,আজ কসাই খুরশেদের দোকানে ক্রেতারা গরুর মাংস কিনতে আসলে, জানতে পারে খুরশেদের কেনা গরুটি অসুস্থ হয়ে মারা যায় এবং মরা গুরুটি তড়িঘড়ি করে সে জবাই করে। ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শীর চোখে ধরা পরে। পরে মাংস দোকানে এনে বিক্রি শুরু করলে ঘটনাটি এলাকায় জানাজানি হলে লোকজন তার দোকান ঘেরাও করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ( ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার অপরাধ স্বীকার করেন।উল্লেখ্য,এর আগেও মাংস বিক্রি নিয়ে কসাই খুরশেদের নামে অনেক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক রেদুয়ান আহমেদ রাফি জানান, খুরশেদ মরা গরুর মাংস বিক্রির কথা নিজে স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও একইসাথে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি বলেন পবিত্র রমজান মাসে এমন ধরনের অপরাধ করেছে যা শাস্তিযোগ্য অপরাধ।ভবিষ্যতে এধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





















