২০২৩ ও ২০২৪ সালে আন্তর্জাতিক গবেষণা র্যাংকিংয়ে স্থান না পেলেও এবার ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। সিমাগো ইনস্টিটিউশন র্যাংকিং ২০২৫-এ প্রথমবারের মতো স্থান করে নেওয়ার পাশাপাশি দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেও পিছনে ফেলেছে পাবিপ্রবি। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসের দেখা দিয়েছে।
১১ মার্চ সিমাগো র্যাংকিংয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবিপ্রবি ১২তম স্থান অর্জন করেছে।
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০০৯ সাল থেকে এই র্যাংকিং প্রকাশ করে আসছে। গবেষণা কার্যক্রম, উদ্ভাবন, এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড নির্ধারণ করা হয়। প্রকাশনা সংখ্যা,গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর ভিত্তি করেই এই মূল্যায়ন করা হয়।
বিশ্বের গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ র্যাংকিংয়ে পাবিপ্রবির জায়গা করে নেওয়া প্রমাণ করছে যে, বিশ্ববিদ্যালয়টি গবেষণার পরিমাণ ও গুণগত মান উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি করেছে।
সিমাগো র্যাংকিংয়ের তালিকায় পাবিপ্রবির উপরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগাং। অন্যদিকে, পাবিপ্রবির পরেই ১৩তম স্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, ১৪তম স্থানে বুয়েট, এবং ১৫তম স্থানে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী মাহি বিন জাকির বলেন,এর আগে আমাদের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক কোনো র্যাংকিংয়ে স্থান পায়নি। কিন্তু এবার সিমাগো র্যাংকিংয়ে ১২তম স্থান পাওয়া সত্যিই গর্বের বিষয়। গবেষণার ক্ষেত্রে আমরা যে এগিয়ে যাচ্ছি, এটি তার প্রমাণ।





















