লক্ষ্মীপুরের রামগতিতে একই র্যালিতে বিএনপি-আওয়ামী লীগের নেতাদের দেখা গেছে। এ নিয়ে শুরু হয়েছে নানা কৌতুহল ও সমালোচনা। গত সোমবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে র্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ওই দিন সকালে হওয়া সেই র্যালিতে অংশ নিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা। দেখলেই যেন মনে হবে কি মিল রয়েছে তাদের মধ্যেকার। এ যেন এক ভ্রাতৃত্বেরবন্ধন। ৫ আগষ্টের পর পটপরিবর্তনের হরহামেশাই এমন দৃশ্যই সবার নজর কেড়েছে। কিন্তু তা নয়, এরপরই শুরু হয়েছে বেরসিক মানুষদের তুমুল আলোচনা-সমালোচনা।
অথচ সেই র্যালির বেশ কয়েকটি স্থির চিত্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনে, যা দ্রুত সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হয়। এরপর থেকেই উপজেলা জুড়ে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে অবশ্য ইউএনও নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে ফেলেছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া স্থির চিত্রে দেখা যায়, ইউএনও সৈয়দ আমজাদ হোসেনের ডান পাশে রয়েছেন চর আবদুল্ল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মঞ্জুর। এর পেছনেই রয়েছেন চর রমিজ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম দিদার। দক্ষিণ পাশে রয়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন হাওলাদার। পেছনের দিকে রয়েছেন চরআলগী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন লিটনকে। আর একই ছবির বাম পাশে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন। তার পাশেই আছেন সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন। এক অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের হাসোজ্জ্বল ছবি সাধারণ মানুষকে যেন উৎসুক করে তুলেছে নয়, সাধারন ধারনা এমন দৃশ্যপট যেন না পাল্টায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন পোস্টও করছেন। বোরহান উদ্দিন রোমান নামের একজন নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি পোস্ট করে লেখেন, ‘রামগতির আওয়ামী লীগ এখন বিএনপির বি টিম। আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান ও বিএনপির দুজন। এরা তখন ছিল আওয়ামী লীগের, এখন বিএনপির। মোখলেসুর রহমান নামের আরেকজন লেখেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে উপজেলা বিএনপির র্যালি।’
উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দিন বলেন, ‘ইউএনওর আমন্ত্রণে দুর্যোগ প্রস্তুুতি দিবসের র্যালিতে অংশ নিয়েছি। আমি জানতাম না সেখানে সেখানে আওয়ামী লীগের নেতারা থাকবেন। পরে মানবিক কারণে র্যালিটি বয়কট করিনি।’





















