ফেনীর সোনাগাজী উপজেলার উপজেলার চর দরবেশ এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৬ ব্যাক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার লুবনা এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ছোট ফেনী ও ফেনী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তেলন করে আসছে একটি চক্র। দীর্ঘ দিন তাদের জেলা ও উপজেলা প্রশাসন থেকে নিষেধ করার পরও বালু উত্তেলন করার ফলে অত্র এলাকায় ফসলি জমি,ঘর বাড়ী নদী গর্বে বিলীন হওয়ায় ও নদীর তীর ক্ষতিগ্রস্ত করায়।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার লুবনার নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় বালু উত্তেলনে জড়িত থাকায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আলমগীর ফরহাজীর ছেলে মোহাম্মদ ইমরানকে ২ মাস, একই জেলার আবু সালেক হাওলাদারের ছেলে রাকিবুল ইসলামকে ২ মাস, নোয়াখালী কবিরহাট উপজেলার বেলায়েত হোসেনের ছেলে সাইফুল ইসলামকে ২ মাস, নারায়নগঞ্জ জেলার দেওয়ান আবদুল আলীর ছেলে দেওয়ান দেলোয়ারকে ২ মাস, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার সেকান্তর মিয়ার ছেলে মোহাম্মদ রবিনকে ২ মাস, লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ সজীবকে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান ছোট ফেনী নদী ও ফেনী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তেলন করার ফলে নদী তীরবর্তী ফসলি জমি ও ঘর বাড়ী ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে এতে অসহায় হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। তাই জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী সোনাগাজী মড়েল থানার পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় আজ দুপুরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬ ব্যাক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ ভাবে বালু উত্তেলন ও ফসলি জমির টফসয়েল কেটে নিলে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে।






















