লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক জহুরুল মোল্লা সাগর বরিশালের আগৌলঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। তিনি গ্রামীণফোন টাওয়ারের শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কর্মরত রয়েছেন।
জানা গেছে, জহুরুল মোল্লা গ্রামীণফোন টাওয়ারের একজন শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কাজ করছেন। এ সুবাধে তিনি ওই শিশুর বাড়িতে প্রায় যাতায়াত করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় যুবক জহুরুল মোল্লা। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নির্যাতিত শিশুকে আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার বলেন, বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন সাগর। আমরা এর সঠিক বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















