ঈদ উপলক্ষে ট্রেন এবং দূরপাল্লার এসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে
গতকাল থেকে। গতকাল ট্রেনের ২৪ মার্চের অগ্রিম টিকিট দেয়া হয়েছে যাত্রীদের।
অপরদিকে আন্তঃজেলা এসি বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের মাঝে ২৫ মার্চ থেকে ঈদের
আগের দিনের টিকিট পর্যন্ত দেয়া হয়েছে। তবে বাসের যাত্রীদের মাঝে ২৯ এবং ৩০
মার্চের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। এক ঘণ্টার মধ্যে ২৯ ও ৩০ মার্চের
বাসের টিকিট শেষ। এই দুইদিনের টিকিটের জন্য যাত্রীদের এই বাস কাউন্টার থেকে ওই
বাস কাউন্টারে ছুটোছুটি করতে দেখা গেছে। রেল ও বাস কোম্পানির কর্মকর্তাদের
সাথে কথা বলে জানা গেছে, ঈদে ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রী পরিবহন শুরু হবে ২৪
মার্চ থেকে এবং বাসে শুরু হবে ২৫ মার্চ থেকে।
এবারও ট্রেনে যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত
নেয় রেল কর্তৃপক্ষ। যার কারণে চট্টগ্রাম রেল স্টেশনে টিকিটের জন্য নেই সেই চিরচেনা
ভিড়ের ভোগান্তির চিত্র।
অপরদিকে একেবারে ভিন্ন চিত্র দেখা গেছে আন্তঃজেলার দূরপাল্লার এসি বাস
কাউন্টারগুলোতে। নগরীর বিআরটিসি এলাকায় আন্তঃজেলার দূরপাল্লার এসি বাস
কাউন্টারগুলোতে ঈদের অগ্রিম টিকিট বিক্রির গতকাল প্রথমদিন সকাল থেকেই যাত্রীদের
ভিড় দেখা গেছে। দূরপাল্লার বিভিন্ন এসি বাস কোম্পানিগুলোর ঈদের অগ্রিম
টিকিট দেয়া হচ্ছে বিআরটিসি বাস কাউন্টার থেকে। এজন্য শ্যামলী এনআর ট্রাভেলস,
হানিফ পরিবহন, গ্রীণ লাইন, সৌদিয়াসহ সব বাস কোম্পানির কাউন্টার গুলোতে
সকাল থেকে ঈদের অগ্রিম টিকিটের জন্য ভিড় লেগে যায়।
এই ব্যাপারে শ্যামলী এনআর ট্রাভেলস পরিবহনের জিএম বাবুল আহমেদ বলেন, ঈদে এসি
বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ সকাল থেকে বিক্রি শুরু হয়েছে। আমাদের
বিআরটিসি বাস কাউন্টারে সকাল থেকে অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। ওইখান থেকে
অগ্রিম টিকিট নেয়ার পর নগরীর দামপাড়া, অলংকার মোড়, একেখান গেইট,
বিআরটিসি, কর্ণেলহাট সিটি গেইট, নেভি গেইট, বায়েজিদসহ যে কোনো
কাউন্টার থেকে যাত্রীরা বাসে উঠতে পারবেন। শ্যামলী এনআর ট্রাভেলস পরিবহনের
মহাব্যবস্থাপক বাবুল আহমেদ বলেন, আগামী ২৫ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিটির
যাত্রী পরিবহন শুরু হবে। ঈদে প্রতিদিন চট্টগ্রাম থেকে আমাদের ৭০টি গাড়ি দেশের
বিভিন্ন জেলায় যাবে এবং ৭০টি গাড়ি চট্টগ্রাম ফিরে আসবে। এতে প্রতিদিন ২
হাজারের বেশি যাত্রী ঈদে বাড়ি ফিরতে পারবেন।
১৬টি আন্তঃনগরে ট্রেনের অগ্রিম টিকিট : চট্টগ্রাম রেল স্টেশন মাস্টার আবু জাফর
মজুমদার বলেন, যাত্রীদের মাঝে ১৬টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
হয়েছে অনলাইনে। পূর্বাঞ্চলে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে দুপুর ২টা থেকে।
গতকাল ট্রেন যাত্রীদের ২৪ মার্চের অগ্রিম টিকিট দেয়া হয়েছে। যাত্রীদের মাঝে
প্রথমদিনের টিকিটের চাহিদা কম ছিল। আগামীকাল (আজ ১৫ মার্চ) বিক্রি করা হয়
২৫ মার্চের টিকিট। আজকেও ভিড় কম হবে বলে জানান রেলের পরিবহন বিভাগের
কর্মকর্তারা। পরিবহন বিভাগের এক কর্মকর্তা বলেন, প্রায় ট্রেনের ৫০ শতাংশ টিকিট
অবিক্রিত রয়ে গেছে।
প্রতিটি আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং)
টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে বলে জানান রেলওয়ের
পরিবহন বিভাগের কর্মকর্তারা। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ
একবার কিনতে পারবেন। এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন তিনি। কোনো
টিকিট রিফান্ড করা যাবে না। চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ
স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।
আন্তঃজেলা বাস মালিক সমিতির এক কর্মকর্তা বলেন, এবার ঈদে বাড়ি ফেরার ভিড়
একটু কম হবে। যাত্রীরা ভালো ভাবে পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য বাড়ি ফিরতে
পারবেন। ঈদে অন্যান্যবারের মতো এবারও প্রতিদিন চট্টগ্রাম থেকে ৩০ হাজার–৪০ হাজার
যাত্রী যেতে পারবেন। ২০ হাজারের মতো যাত্রী শহরে আসবেন। চট্টগ্রাম থেকে ৫০ থেকে
৬০টি রুটে প্রতিদিন ৫শ’ থেকে ৬শ’ গাড়ি যাবে যাত্রী নিয়ে।






















