গত বছর বাংলাদেশের নাটকীয় রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে অনেক ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে— যার মধ্যে এক সময়ের শত্রু পাকিস্তানের সাথে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাও রয়েছে।
এদিকে উভয় দেশের সম্পর্কের এই উন্নতির বিষয়ে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভারত। সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, কয়েক দশকের অস্থির সম্পর্কের পর গত মাসে দুই দেশ প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করে। ঢাকা এসময় পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করে। উভয় দেশের মধ্যে সরাসরি বিমান এবং সামরিক যোগাযোগও পুনরুজ্জীবিত হয়েছে, ভিসা পদ্ধতি আরও সহজ করা হয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও সহযোগিতার খবর পাওয়া গেছে।
ভারতের ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন এই দুটি দেশের মধ্যে গভীর, বেদনাদায়ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে শত্রুতা ১৯৭১ সাল থেকে শুরু হয়, যখন বাংলাদেশ — তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত — ইসলামাবাদ থেকে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম শুরু করে। নয় মাসব্যাপী যুদ্ধের সময় ভারত বাঙালি বিদ্রোহীদের সমর্থন করে যার ফলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল।
যদিও সেই সময়ের ক্ষত ছিল গভীর তারপরও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। সেসময় বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামীর একটি জোট সরকার।
তবে ২০০৯ সাল থেকে হাসিনার ১৫ বছরের শাসনামলে এই সম্পর্ক পরিবর্তিত হয়। সেসময় তিনি দিল্লির কাছ থেকে দৃঢ় সমর্থন পেয়েছিলেন এবং পাকিস্তান থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর তিনি ভারতে পালিয়ে যান এবং এরপর বাংলাদেশের ও পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে মনে হচ্ছে।
সাবেক বাংলাদেশি কূটনীতিক হুমায়ুন কবির বলেন, “গত ১৫ বছর ধরে, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক কিছুটা কঠিন পথে ছিল। তবে এই সম্পর্কটি এখন ‘দুটি স্বাভাবিক প্রতিবেশী দেশের’ মতো অবস্থায় ফিরে আসছে বলে মনে হচ্ছে।”
তবে দুই দেশের সম্পর্কের ক্রমশ উন্নতির এই ঘটনাবলী বিশেষ করে ভারতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ পাকিস্তানের সাথে এই দেশটির দীর্ঘ বৈরী সম্পর্কের ইতিহাস রয়েছে।
























