ফরিদপুরের সদরপুর উপজেলার আঁড়িয়াল খাঁ নদীর চর নাসিরপুর ইউনিয়নের কোল ঘেঁসে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দের পাশাপাশি চালককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৬ মার্চ) বিকেল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।
সদরপুর বাসীর দীর্ঘ দিনের দাবি উপজেলার সকল বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন সহ ফসলী জমি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহন করা।সদরপুরে ভেকু,ড্রেজার সহ বিভিন্নভাবে হরিলুটের মতো বালু কাটা হচ্ছে প্রতিদিন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে প্রতিনিয়ত। কিন্ত একশ্রেণির অবৈধ বালু ব্যবসায়ী আইনের চোখ ফাঁকি দিয়ে বালু কাঁটার চেষ্টা করছে।এ সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন বলেন, রবিবার বিকেলে অভিযান চালিয়ে আড়িয়াল খাঁ নদী থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করি। অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের আলগী গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে রাজিব হক (২৫) নামের এক ড্রেজার চালককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ড্রেজারের মালিক পালিয়ে যায়।
তিনি আরও বলেন, অবৈধভাবে নদী থেকে বালু তোলায় নদী ভাঙ্গনসহ দিন দিন ফসলী জমি হুমকির মুখে পড়ছে।ফসলী জমি রক্ষার্থে এদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।





















