রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ সোহাগ হোসেন ওরফে শুকলাল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৭ মার্চ) কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে তার নিজ বসতঘরের পাশ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শিহাবুদ্দীন এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সোহাগ হোসেনকে আটক করে। এ সময় তার দখল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি ব্ল্যাঙ্ক কার্তুজ, দুটি হাসুয়া ও একটি স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





















