গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় জোনায়েদ আলী (৩৬) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। গত ১৬ মার্চ রবিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শাহপাড়া খলসি বটতলায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোনায়েদ আলী উপজেলার সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের রিপুর মিয়ার ছেলে। তিনি একই উপজেলার চকরহিমাপুর নূরানী মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা বলেন, মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে দিনাজপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন জোনায়েদ আলী। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার পরই ঘাতক ট্রাকটিসহ চালক পালিয়ে যায়। মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৬:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- ।
- 64
জনপ্রিয় সংবাদ





















