ফেনীর
সোনাগাজীতে লাইলী আক্তার তানিয়া নামে এক প্রবাসির স্ত্রীকে হত্যার ঘটনায় প্রধান আসামি রনিকে গ্রে’প্তা’র করেছে পুলিশ।
সে চরখোয়াজ গ্রামের নুর উদ্দিনের ছেলে ও সোনাগাজী বাজারের এক স্বর্ণ দোকানের কর্মচারি।
সোমবার রাতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে খাগড়াছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি বায়েজীদ আকন।
জানাগেছে, ১৫ মার্চ, শনিবার রাত আটটার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম তুলাতলী গ্রামের শাহাব উদ্দিনের ভাড়া বাসায় খু-ন হয় সৌদি আরব প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী লাইলী আক্তার তানিয়া। তিনি দুই ছেলে নিয়ে ওই ঘরে ভাড়া থাকতেন।
নিহতের পরিবার জানায়, কিছুদিন পূর্বে সোনাগাজী বাজারের একটি দোকানে স্বর্ণ কিনতে গিয়ে দোকান কর্মচারি মো. রনির সঙ্গে তার পরিচয় হয়। তার মুঠোফোনের নাম্বার সংগ্রহ করে এরপর থেকে তাকে প্রেমের প্রস্তাবে উ-ত্ত্য-ক্ত করে আসছে রনি।
বিষয়টি জানাজানি হলে দোকান মালিক পাঁচ মাস পুর্বে তাকে চাকুরি’চ্যু’ত করেন।
এতে ক্ষি-প্ত হয়ে রনি প্রকাশ্যে তানিয়াকে হ-ত্যার হু-ম-কি দেয়। তার পরিবারের দাবি, মো. রনি ও তার সহযোগীরা তানিয়াকে পরিকল্পিতভাবে শ্বা-স-রোধে হ-ত্যা করেছেন।





















