নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই হাসান ভূইয়া সড়কের বেহাল দশা, এতে প্রতিনিয়ত যানবাহনসহ লোকজন চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, পশ্চিম দেলিয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গণেশ বাড়ি পর্যন্ত এ সড়কটি হাসান ভূইয়া সড়ক নামে পরিচিত। এলজিইডির অর্থায়নে ১২/১৩ বছর পূর্বে একটি পাঁকা করণ করা হয়। এরপর থেকে এর কোন প্রকার সংস্কার করা হয় নাই। এতে করে সড়কটি কার্পেট সম্পূর্ণ রূপে উঠে গেছে। সড়কের দুপাশ ধ্বসে পড়েছে এবং মাঝে মাঝে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এ সড়কে হতার বাড়ীর পুকুর পাড়ে সড়ক সম্পূন্নরূপে ধ্বসে পড়েছে। এ স্থান দিয়ে চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। এ গ্রামের বাসিন্দা মোঃ মনির হোসেন জানান, সড়কটি দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় এটি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। তিনি সড়কটির জরুরী ভিত্তিতে সংস্কার করা সম্ভব না হলে পুকুর পাড়ের অংশে প্যালাসাইটিং ওয়াল নির্মাণ করে জনগন চলাচল করা ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, তিনি এ সড়কের দূরাবস্থা সম্পর্কে জ্ঞাত আছেন। এটি সংস্কারে উর্ধ্বর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। চাটখিল উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শাহিনুর আলম জানান, তিনি এব্যাপারে খোজখবর নিয়ে পরবর্তী করনীয় নির্ধারত করবেন।





















