কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার হাজার হাজার অধিবাসী উচ্ছেদের মুখে আতঙ্কগ্রস্থ রাস্তা অবরোধ করে কাপনের কাপড় পরে আন্দোলনে নেমেছে। দেড়শো বছর ধরে বসবাসকারি অর্ধশতাধিক পরিবারকে পুনর্বাসন না করার আগ পযন্ত উচ্ছেদ না করতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
১৮ মার্চ, মঙ্গলবার, দুপুর দুইটায় কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর নুনিয়ার ছড়া হতে হাজার হাজার নারী পুরুষ শিশু থেকে বৃদ্ধ কাঁপনের কাপড় গায়ে জড়িয়ে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করেন।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সামাজিক আন্দোলনের নেতা, করিম উল্লাহ কলিম ও নাজিম উদ্দীন প্রমুখ।
এলাকার প্রবিন বাসিন্দা আবদুল হক বলেন, প্রশাসনকে ‘মিথ্যা ও ভুল’ তথ্য দিয়ে আমাদের অর্ধশতাধিক পরিবারের বাপ-দাদার আমলের বসতভিটা কোস্ট গার্ডের নামে বন্দোবস্ত করে নিয়েছে। এই ঘটনায় আমরা নিজেদের বসতভিটা রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
কোস্ট গার্ডকে অন্যত্র জমি বরাদ্দ, নয়তো নিজেদের আবাসভূমি রক্ষায় প্রাণপণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পুরো উত্তর নুনিয়াছড়াবাসি। তাদের মতে, সরকার চাইলে একই এলাকায় অন্যত্র কোস্ট গার্ডকে জমি বরাদ্দ দিতে পারে। কিন্তু সেটি না করে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়- তা প্রাণ দিয়ে প্রতিহত করবে এলাকাবাসি।
উত্তর নুনিয়াছড়া সমাজ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক বলেন, পূর্বপুরুষদের বসতিতেই থাকে চায়, কোন অবস্থাতেই স্থানান্তর নয়, কোস্ট গার্ডকে একই এলাকায় অন্যত্র জমি বরাদ্দ দিতে হবে, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সৃজন করা কোর্ড গার্ডের খতিয়ান বাতিল করতে হবে, কোন অবস্থাতেই জনবসতি উচ্ছেদ করা যাবে না এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট পক্ষ গুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।





















