লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ছবি এবং ভিডিও ধারণের অভিযোগে
সাহাব উদ্দিন (৪৩) নামের এক প্রবাসীকে বিমান বন্দর থেকে গ্রেফতার করেছে। বুধবার(১৯
মার্চ)দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে
গ্রেফতার করা হয়।
পুলিশ নগ্ন ছবি ও ভিডিও ধারণের অভিযোগে আসামীর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার
করা হয়। এ ছাড়া তাকে ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার করা
হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে ভিকটিম খাদিজা আক্তার ইতির (১৭) মা পারভিন আক্তার বাদী
হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার,তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক
(এসআই)শাহিদ হোসাইন জানিয়েছেন,মোবাইল ফোনে ভিকটিমের নগ্ন ছবি পাওয়া
গেছে কিনা, তা এখনই জানানো সম্ভব নয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ও ১৩ মার্চ, চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম
লতিফপুর গ্রামের কানার বাড়ির উঠানে এবং টয়লেটের দরজার সামনে সাহাব উদ্দিন ওই নারীকে
ধর্ষণের চেষ্টা করেন এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে
চন্দ্রগঞ্জ থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এদিকে,মামলায় গ্রেফতারকৃত আসামীর পরিবার দাবি করেছে, কিছুদিন আগে তাদের ছোট
ভাই খোরশেদ আলমকে ৫টি অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছিল, এবং এবার সাহাব উদ্দিনকে একটি
মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন,“ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি
নিয়ন্ত্রণ আইনে মামলার মূল আসামী সাহাব উদ্দিনকে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়।’





















