নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের মৌগ্রামে ভাড়াটিয়া বাসার সামনে থেকে ঘার নক করা মটর সাইকেল চুরির অভিযোগ উঠেছে।
গত (শুক্রবার) আনুমানিক দুপুর ১ ঘটিকার সময় মৌগ্রাম দেখভাল অফিসের পশ্চিমপাশে মো: হারুন এর বাসায় ঘটনাটি ঘটেছে।
মোঃ মফিদুল ইসলাম ব্যাক এনজিও বামিহাল শাখার চাকুরী করেন ও দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ মৌগ্রামের রুহুল আমীন ছেলে মোঃ হারুন এর বাসায় ভাড়া থাকেন তিনি বলেন আমি বামিহাল বাজার থেকে আমার ভাড়াটিয়া বাসার বারান্দায় আমার এবং আমার রুমমেট এর গাড়ী ঘার নক করে যহোর এর জুম্মার নামাজ আদায় করতে যাই নামাজ শেষ করে এসে দেখি আমার গাড়ীটি আর নাই, তাক্ষণিক আমি ঐ গ্রামের প্রধানদের জানাই, তারপরে আমি সিংড়া থানায় অভিযোগ দায়ের করি আমার গাড়ীর নাম: ডিস্কোভার ১২৫ সিসি,চেসিস নং: PSUB44BY2PTB80001.
ইন্জিন নং: JZXPPM79609
রং: কালো
গাড়ীর রেজিষ্ট্রেশন নং: জয়পুরহাট হ ১৪৭৩৫৪।
মোঃ মফিদুল ইসলাম তার হারিয়ে যাওয়া গাড়ীটি উদ্ধার এর জন্য সিংড়া উপজেলার প্রশাসনের নিকট অনুরোধ জানায়।





















