বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ার পার্সনের পররাষ্ট্র বিষয়ক
উপর্দেষ্টা কমিটির বিশেষ সহকারী ও ঢাকা সিটি কর্পোরেশনের
সাবেক মেয়র বীর মক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য
শন্তান-ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন,বাংলাদেশে ছাত্র-জনতার
আন্দোলনের মুল কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান। এই সরকারের কিছু নেতা বিভিন্ন ধরনের বক্তব্যের ফলে দেশে
অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তিনি বলেন, বিএনপির সুনাম ক্ষুন্ন করে
এবং জনপ্রিয়তা নষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা সামান্য
নাড়া দিয়ে তা বুঝিয়ে দিয়েছি,আমরা সব কিছু নজরে রেখেছি।
আমরা অতি দ্রুত নির্বাচন চাই। তাই বলে এই নয় আমরা সংস্কার
চাইনা। আমরা উভই চাই, যত তাড়া তাড়ি নির্বাচন হবে তাত
তাড়াতাড়ি দেশের জন্য মঙ্গল হবে। পালিয়ে যাওয়া হাসিনার ফ্যাসিষ্ট
সরকারের ঘাপটি মেরে থাকা আমলা ও নেতারা সুযোগ খুজছেন দেশকে
কি ভাবে অস্তিতিশিল করে তোলা যায়, তাদেরকে সাবধান করে দিচ্ছি
ফ্যাসিস্ট ও পলাতক আওয়ামীলীগ আর মাথা চাড়া দিয়ে উঠার সুযোগ
নাই।
গত কাল (২১ মার্চ) শুক্রবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলা বিএনপি
আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের মানুষের
কল্যান কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক
এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি দেশে
আর কোনো অস্থিরতা দেখতে চায়না, পলাতক আওয়ামী স্বৈরাচার
বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা,কৃষি, স্বাস্থ্য,বিচার ও নির্বাচনসহ
রাষ্টর প্রতিট্রি কাঠামোকে ভেঙ্গে-চুড়ে গুঁড়িয়ে দিয়েছে। আমরা
চাই এখন দেশ গঠন করতে। বিএনপি সরকারে আসরে তারেক রহমানের ৩১
দফা বাস্তবায়ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিন অরো বলেন, বারপ্রাপ্ত চেয়ারম্যান বাড়ে
বাড়ে সবাইকে শতর্ক করছেন, আগামী নির্বাচন অনেক কঠিন
হবে,আমাদের প্রধান স্লোগান হচ্ছে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার
উৎস। তাই আমরা জনগনের বন্ধু হয়ে হয়ে তাদের পাশে তাকতে হবে।
কোন নেতা কর্মীর র্দূনীতির দায় ভার দল নেবেনা।
উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিতে, প্রধান
বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ গোলাম নবী
আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা বিএনপির সদস্য সচিব
আলহাজ¦ রাইসুল আলম, হারুন অর রশিদ ট্রম্যান, হুমায়ুন কবির
সোপান, এনামুল হক, মোঃ ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা
বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সিকদার প্রমুখ। অনুষ্ঠান
পরিচালনা ও উপস্থাপনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦
হেলাল উদ্দিন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের
মানুষের কল্যান কামনা করে দোয়া মুনাজাত ও ইফতার করা হয়। অনুষ্ঠানে
বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।




















