কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী ফজলু হক (৪৮)কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে রাজারহাট থানার পুলিশ। ফজলুল হক লালমনিরহাট সদর থানার চর গোকুন্ডা গ্রামের টেংরা মামুদের পুত্র। ঘটনার পর সে রংপুরে আত্নগোপনে ছিল। তথ্যের ভিত্তিতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গতকাল রাত আটটার দিকে রংপুর মহানগর থেকে তাকে আটক করে নিয়ে আসেন।
উল্লেখ থাকে গত ২মার্চ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর গ্রামের ১৭বছরের এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায় ফজলুল হক। তখন থেকে কিশোরী মেয়েটিকে ১৯ মার্চ পর্যন্ত তার নিজ বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করেন এবং শারীরিক সম্পর্কের ভিডিও মোবাইলে ধারণসহ ছবি তুলে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তিনি আত্নগোপনে চলে যান।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন বলেন ঘড়িয়াল ডাঙ্গায় এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করার ঘটনায় ভুক্তভোগীর পরিবার ফজলুল হককে আসামি করে মামলা রুজু করলে উক্ত ধর্ষণ মামলার আসামি ফজলুল হককে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার করে উচ্চ আদালতে প্রেরণ করেছি।




















