০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে সংঘরাজ ভদন্ত, উঃঞানুত্তারা মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

oplus_0

বৃহত্তর পার্বত্য রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ,২নং গাইন্দ্যা লংগদু পুনঃবাসন পাড়া ,ধর্মীয় গুরু মহামান্য ৭তম সংঘরাজ ভদন্ত উ: ঞানুত্তারা মহাথের মৃতদেহ দীর্ঘ ৪ মাস সংরক্ষণের পর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান লংগদু পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির আয়োজনে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করে মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীদের ঐতিহ্যবাহী সইং নৃত্য মাধ্যমে শুরু করা হয়।

দুই দিনব্যাপী উদযাপনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিদর্শন ভাবনা আশ্চর্য ও মায়ানমার কর্তৃক সদ্মর্ম জ্যোতিক ধ্বজা উপাধি প্রাপ্ত ও অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের ,চুশক পাড়া বৌদ্ধ বিহার রাজস্থলী ও রাঙ্গামাটি ।

গত শুক্রবার (২১মার্চ) অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সাবেক সভাপতি পার্বত্য ভিক্ষু পরিষদ ও অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের,বাঘমারা পাড়া বৌদ্ধ বিহার, বান্দরবান ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘ প্রধান ভদন্ত আসবা মহাথের নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহার বান্দরবান।

দুই দিনব্যাপী উদযাপনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিদর্শন ভাবনা আশ্চর্য ও মায়ানমার কর্তৃক সদ্মর্ম জ্যোতিক ধ্বজা উপাধি প্রাপ্ত ও অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের ,চুশক পাড়া বৌদ্ধ বিহার রাজস্থলী ও রাঙ্গামাটি ।

গত শুক্রবার (২১মার্চ) অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সাবেক সভাপতি পার্বত্য ভিক্ষু পরিষদ ও অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের,বাঘমারা পাড়া বৌদ্ধ বিহার, বান্দরবান ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘ প্রধান ভদন্ত আসবা মহাথের নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহার বান্দরবান।

ধন্যবাদ জ্ঞাপন করেন , ভদন্ত খেমাচারা মহাথের, প্রতিষ্ঠাতা পরিচালক বাঙ্গালহালিয়া বৌদ্ধ কল্যাণ অনাথলায় ,মায়ানমার কর্তৃক সদ্মর্ম জ্যোতিক ধ্বজা উপাধি প্রাপ্ত,নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ।।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীপন তালুকদার দীপু , এবং রাজস্থলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।।

দীপু বলেন আগামীতে বিএনপি আপনাদের সহযোগিতা ও জনগনের ভোটে সরকার গঠন করলে পাহাড়ের উন্নয়নে কাজ করে যাবেন।এবং আমাদের নেত্রীবৃন্দ সব সময় আপনাদের পাসে থাকবেন আমি কথা দিয়ে যাচ্ছি। ওনি বলেন আমি মহান অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকার আহ্বান জানিয়ে শ্রদ্ধেয় সকলের নিকট থেকে বিদায় নেন।

এছাড়া সহস্রাধিক ভিক্ষু সংঘ ও লাক্ষ মানুষ ধর্মপ্রাণ নর-নারী সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আইনশৃঙ্খলা পরিস্থিতির বজায় রাখতে রাজস্থলী উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার হোসেন, অনুষ্ঠান প্রাঙ্গণ পরিদর্শন করেন। মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার থেকে অংশগ্রহণকারী সইং নৃত্য ১০ থেকে ১৮টি তরুণ-তরুণীদের দলের সুইং নৃত্য তালে তালে আতশবাজি ফুটানো মাধ্যমে শনিবার বিকালে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করেন।

জনপ্রিয় সংবাদ

ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

রাজস্থলীতে সংঘরাজ ভদন্ত, উঃঞানুত্তারা মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

আপডেট সময় : ০৪:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

বৃহত্তর পার্বত্য রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ,২নং গাইন্দ্যা লংগদু পুনঃবাসন পাড়া ,ধর্মীয় গুরু মহামান্য ৭তম সংঘরাজ ভদন্ত উ: ঞানুত্তারা মহাথের মৃতদেহ দীর্ঘ ৪ মাস সংরক্ষণের পর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান লংগদু পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির আয়োজনে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করে মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীদের ঐতিহ্যবাহী সইং নৃত্য মাধ্যমে শুরু করা হয়।

দুই দিনব্যাপী উদযাপনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিদর্শন ভাবনা আশ্চর্য ও মায়ানমার কর্তৃক সদ্মর্ম জ্যোতিক ধ্বজা উপাধি প্রাপ্ত ও অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের ,চুশক পাড়া বৌদ্ধ বিহার রাজস্থলী ও রাঙ্গামাটি ।

গত শুক্রবার (২১মার্চ) অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সাবেক সভাপতি পার্বত্য ভিক্ষু পরিষদ ও অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের,বাঘমারা পাড়া বৌদ্ধ বিহার, বান্দরবান ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘ প্রধান ভদন্ত আসবা মহাথের নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহার বান্দরবান।

দুই দিনব্যাপী উদযাপনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিদর্শন ভাবনা আশ্চর্য ও মায়ানমার কর্তৃক সদ্মর্ম জ্যোতিক ধ্বজা উপাধি প্রাপ্ত ও অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের ,চুশক পাড়া বৌদ্ধ বিহার রাজস্থলী ও রাঙ্গামাটি ।

গত শুক্রবার (২১মার্চ) অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সাবেক সভাপতি পার্বত্য ভিক্ষু পরিষদ ও অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের,বাঘমারা পাড়া বৌদ্ধ বিহার, বান্দরবান ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘ প্রধান ভদন্ত আসবা মহাথের নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহার বান্দরবান।

ধন্যবাদ জ্ঞাপন করেন , ভদন্ত খেমাচারা মহাথের, প্রতিষ্ঠাতা পরিচালক বাঙ্গালহালিয়া বৌদ্ধ কল্যাণ অনাথলায় ,মায়ানমার কর্তৃক সদ্মর্ম জ্যোতিক ধ্বজা উপাধি প্রাপ্ত,নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ।।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীপন তালুকদার দীপু , এবং রাজস্থলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।।

দীপু বলেন আগামীতে বিএনপি আপনাদের সহযোগিতা ও জনগনের ভোটে সরকার গঠন করলে পাহাড়ের উন্নয়নে কাজ করে যাবেন।এবং আমাদের নেত্রীবৃন্দ সব সময় আপনাদের পাসে থাকবেন আমি কথা দিয়ে যাচ্ছি। ওনি বলেন আমি মহান অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকার আহ্বান জানিয়ে শ্রদ্ধেয় সকলের নিকট থেকে বিদায় নেন।

এছাড়া সহস্রাধিক ভিক্ষু সংঘ ও লাক্ষ মানুষ ধর্মপ্রাণ নর-নারী সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আইনশৃঙ্খলা পরিস্থিতির বজায় রাখতে রাজস্থলী উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার হোসেন, অনুষ্ঠান প্রাঙ্গণ পরিদর্শন করেন। মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার থেকে অংশগ্রহণকারী সইং নৃত্য ১০ থেকে ১৮টি তরুণ-তরুণীদের দলের সুইং নৃত্য তালে তালে আতশবাজি ফুটানো মাধ্যমে শনিবার বিকালে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করেন।