রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার মাধবপুর বাজারের পাশে সালেহপুর পদ্মা নদীর কোলে একটি কিশোরের বস্তাবন্দী লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় কয়েকজন।
পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়া গ্রামের জিয়ায়ত আলী জিয়ারত এর পুত্র নিরব (১৬)।
পারিবারিক সূত্রে জানাযায়, গত ২০ মার্চ রাত থেকে হরিণবাড়ীয়া এলাকা থেকে নিখোঁজ ছিলো। অনেক জায়গায় খোঁজাখুঁজি অব্যাহত ছিল। পরে নিখোঁজ কিশোরের বাবার নিকট একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে ২০ লাখ টাকা নিয়ে পাংশা একটি ব্রিজের নিকট যেতে বলেন। তারপর থেকে সেই নাম্বারটি বন্ধ আছে। এ ঘটনা কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা ছিল। আজ তার লাশ নদীতে ভাসতে দেখা যায়।
এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সাহা, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও আমি সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।





















