খাগড়াছড়ির পেরাছড়ায় বৈসাবি উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শিক্ষা সাম্য প্রগতি এ শ্লোগানকে সামনে রেখে পেরাছড়া হেডম্যান পাড়া হিল স্টার ক্লাব আয়োজনে বৈসাবি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটি সদস্য মো: নজরুল ইসলাম।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য বিশ্ব জ্যোতি চাকমা সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পেরাছড়া হেডম্যান পাড়ায় বিশিষ্ট সমাজসেবক রুপায়ন চাকমা, বিএনপির জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মতেন ত্রিপরা, সদর উপজেলা বিএনপি নেতা জগৎ জ্যোতি চাকমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে বাল্যছড়ি একাদশ বিপক্ষে রিবেং যুব ক্লাব খেলা খেলেছে। খেলায় বাল্যাছড়ি একাদশ বিজয় হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন বাল্যাছড়ি একাদশের খেলোয়াড় সুইচিংপ্রু মারমা।




















