যক্ষ্মা রোগ নির্মূল করার প্রচেষ্টা সম্পর্কে জনসচেতনতা তৈরি করার লক্ষে খাগড়াছড়িতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া’ এ প্রতিপাদ্যে সোমবার সকালে জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ড. মোহাম্মদ ছাবের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা।
বক্তরা বলেন, যক্ষ্মা বাংলাদেশের একটি ঘাতক ব্যাধি এবং অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশ সামগ্রিকভাবে রোগী শনাক্ত এবং চিকিৎসা সম্পন্ন করার ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। জিন এক্সপার্ট নামক (মলিকিউলার পরীক্ষা যা পিসিআর দ্বারা করা হয়) একটি তুলনামূলক সহজতর পরীক্ষার মাধ্যমে দ্রুত যক্ষা রোগ নির্ণয়সহ সেটি ঔষধ প্রতিরোধী ধরণের কি’না তাও নির্ণয় করা যায়। যক্ষ্মা রোগীকে সরকার ও ব্রাক থেকে বিভিন্ন সহায়তা করে। এখানে রোগী শনাক্ত একমাত্র উপায় রোগী যখন নিজে এসে তার সমস্যা তুলে ধরেন।
এসময় আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার রিপ্পল বাপ্পি চাকমা, জেলা পরিবার পরিকল্পনা অফিসে উপ পরিচালক ফারুক আব্দুল্লাহ, ডিএসএমও ডা. সজিব চাকমা, সিএস প্রোগ্রাম অর্গানাইজার পরেশ চাকমাসহ সমাজ উন্নয়ন কর্মী, ব্রাকের প্রতিনিধি, ডাক্তার বৃন্দরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
খাগড়াছড়িতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০১:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- ।
- 76
জনপ্রিয় সংবাদ





















