১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা

ঈদ এসেই গেল। কর্মজীবীদের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়ে গেছে। চট্টগ্রামে তাই
জমে উঠেছে ঈদবাজার। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি নারী-পুরুষের ভিড় এখন
বিপণি কেন্দ্রগুলোতে। রোজার শুরুতে মার্কেটগুলোয় দেখা গেছে অপেক্ষাকৃত
বিত্তবানদের কেনাকাটা। কিন্তু এখন সব শ্রেণি-পেশার মানুষ মার্কেটমুখী। ফলে
বিপণি কেন্দ্র এলাকাগুলোয় প্রতিদিনই পরিলক্ষিত হচ্ছে ক্রেতার চাপ। চট্টগ্রাম
মহানগরীর সবচেয়ে ব্যস্ততম নিউমার্কেট এলাকা।
এখানেই রয়েছে রেয়াজুদ্দিন বাজার, তামাকুমন্ডি লেন, জহুর হকার্স মার্কেট এবং
অনেক ভ্রাম্যমাণ পসরা। এছাড়া জিইসি মোড়, আগ্রাবাদ, চকবাজার, ষোলশহর ২নং
গেট, প্রবর্তক মোড়, টেরিবাজার এলাকা এখন মানুষে ঠাসা। শপিং মলগুলোয় ক্রেতার ভিড়
আর বাইরে প্রচুর যানবাহন। মার্কেটকেন্দ্রিক ভিড়ের কারণে সৃষ্টি হচ্ছে প্রচ- যানজট।
তবে এ তো বছরে এক বা দুইবার। এই কষ্টটুকুর মধ্যে মানুষ উপভোগ করছে আনন্দও।
পছন্দের পোশাক পেতে ছোটাছুটি চলছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে।
জিইসি মোড় এলাকার সেন্ট্রাল প্লাজা, সানম্যার ওশান সিটি, ইউনুস্কো সেন্টার,
প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, চকবাজারের বালি আর্কেট,
ষোলশহর শপিং কমপ্লেক্স, আড়ং, আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক-
সিঙ্গাপুর মার্কেট, লাকী প্লাজা, সাউথল্যান্ড সেন্টার, লালখান বাজারের আমিন সেন্টার,
ইপিজেড এলাকার বে-শপিং সেন্টার, পাহাড়তলীর সিডিএ মার্কেট, অলংকার শপিং
কমপ্লেক্সসহ প্রতিটি মার্কেট এখন জমজমাট রূপ ধারণ করেছে।

জনপ্রিয় সংবাদ

ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা

আপডেট সময় : ০৪:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ঈদ এসেই গেল। কর্মজীবীদের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়ে গেছে। চট্টগ্রামে তাই
জমে উঠেছে ঈদবাজার। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি নারী-পুরুষের ভিড় এখন
বিপণি কেন্দ্রগুলোতে। রোজার শুরুতে মার্কেটগুলোয় দেখা গেছে অপেক্ষাকৃত
বিত্তবানদের কেনাকাটা। কিন্তু এখন সব শ্রেণি-পেশার মানুষ মার্কেটমুখী। ফলে
বিপণি কেন্দ্র এলাকাগুলোয় প্রতিদিনই পরিলক্ষিত হচ্ছে ক্রেতার চাপ। চট্টগ্রাম
মহানগরীর সবচেয়ে ব্যস্ততম নিউমার্কেট এলাকা।
এখানেই রয়েছে রেয়াজুদ্দিন বাজার, তামাকুমন্ডি লেন, জহুর হকার্স মার্কেট এবং
অনেক ভ্রাম্যমাণ পসরা। এছাড়া জিইসি মোড়, আগ্রাবাদ, চকবাজার, ষোলশহর ২নং
গেট, প্রবর্তক মোড়, টেরিবাজার এলাকা এখন মানুষে ঠাসা। শপিং মলগুলোয় ক্রেতার ভিড়
আর বাইরে প্রচুর যানবাহন। মার্কেটকেন্দ্রিক ভিড়ের কারণে সৃষ্টি হচ্ছে প্রচ- যানজট।
তবে এ তো বছরে এক বা দুইবার। এই কষ্টটুকুর মধ্যে মানুষ উপভোগ করছে আনন্দও।
পছন্দের পোশাক পেতে ছোটাছুটি চলছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে।
জিইসি মোড় এলাকার সেন্ট্রাল প্লাজা, সানম্যার ওশান সিটি, ইউনুস্কো সেন্টার,
প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, চকবাজারের বালি আর্কেট,
ষোলশহর শপিং কমপ্লেক্স, আড়ং, আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক-
সিঙ্গাপুর মার্কেট, লাকী প্লাজা, সাউথল্যান্ড সেন্টার, লালখান বাজারের আমিন সেন্টার,
ইপিজেড এলাকার বে-শপিং সেন্টার, পাহাড়তলীর সিডিএ মার্কেট, অলংকার শপিং
কমপ্লেক্সসহ প্রতিটি মার্কেট এখন জমজমাট রূপ ধারণ করেছে।