জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যুবদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর হামলা, দোকান ভাঙচুর করেছেন পদবঞ্চিরা। এতে দুই পক্ষের অন্তত১০ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে ওই ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন, পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাবুল মিয়া, ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সহ-সম্পাদক আবু তাহের, খাদ্য বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক। তাদের দেওয়ানগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ছাড়া আহত সাংগঠনিক সম্পাদক পল্টন, যুবদল সদস্য লাভলু, সহ-সাংগঠনিক হুমায়ুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ইউনিয়ন যুবদলের সভাপতি লুলু মিয়া বলেন, কয়েকদিন আগে আমাদের নবগঠিত কমিটির অনুমোদন হয়। তারাটিয়া বাজারে ইফতারের পূর্বমুহূর্তে আমাদের ওপর হামলা করে যুবদলের পদবঞ্চিতরা। এসময় তারাটিয়া বাজারে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের দোকান ভাঙচুর করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’





















