মারমাদের এতিহ্যবাহী উৎসব মাহা সাংগ্রাই উদযাপন উপলক্ষে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে ভলিবল টুর্ণামেন্ট খেলা চলছে।
বিকেলে আপার পেরাছড়া মাঠ প্রাঙ্গণে ভলিবল সেমি ফাইনাইলে প্রথম ম্যাচে ফ্রেন্ডশীপকে হারিয়ে বিজয় হয় খ্যাং চা ফ্র বটতলী।
ভলিবল সেমি ফাইনাইলে অতিথি ছিলেন, বিশ্ব গনমানুষের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান অংচিংনু মারমা।
এসময় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লাপ্রুচাই মারমা, গনমাধ্যম কর্মী হলাপ্রু মারমা, মায়াবিনী লেকের সভাপতি অংহ্লাপ্রু মারমা, উজ্জ্বল মারমা, উক্যনু মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ ভলিবল টুর্ণামেন্টে ১২টি দল অংশ গ্রহণ করেছে। আগামীকাল ২৮ শে মার্চ শুক্রবার বিকাল ৩ টায় ফাইনালে খেলায় মিছুয়ে শরণ যুব ক্লাব সঙ্গে লড়াই হবে খ্যাং চা ফ্র বটতলী।

























