ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ৩৩৭২ পিস চকলেট বোমাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় ব্যক্তি অবৈধ ভারতীয় আতশবাজি বিক্রির উদ্দেশ্যে ফেনী থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭ মাচর্চ রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব-৭ এর একটি আভিযানিক দল। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাত ব্যক্তি দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থলে চারটি বস্তা ফেলে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে পরিত্যক্ত বস্তাগুলো খুলে ১৯ বক্স SPIDERMAN, ৬ বক্স KITKAT, ৮ বক্স Fancy DELUX CHOCOLATE, ১৮ বক্স TOFAN এবং ৪৭ বান্ডেল COBRA CRACKERS নামীয় অবৈধ আতশবাজি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫০,০০০ টাকা।
উদ্ধারকৃত অবৈধ ভারতীয় আতশবাজি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





















