০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চমেক হাসপাতালে ভুয়া এনএসআই কর্মকর্তা ধরা

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে আটক করে। তবে পরবর্তীতে মুছলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। 

নিজেকে এনএসআই সদস্য হিসেবে পরিচয় দেয়া ওই ব্যক্তির নাম মো. শাহজালাল হোসেন (২৮)। তার পিতার নাম মো. তৌহিদ হোসেন এবং তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মোটরসাইকেলে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন, এ সময় মইজ্জার টেকের আগে একটি প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এরপর তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র চেক করেন এবং গাড়ির চালককে থাপ্পড় দেন। 

পরে আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরও তিনি নিজেকে পুনরায় এনএসআই কর্মকর্তা বলে দাবি করেন। তবে তার সন্দেহজনক আচরণে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের কাছে জানায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহজালাল হোসেন এনএসআই-এর সদস্য নন এবং তিনি ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন। এরপরই তাকে আটক করা হয়। ঘটনাটি কর্ণফুলী থানাধীন হওয়ায় তাকে ওই থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়। 

তবে,পরবর্তীতে এমন কাজ করবে না মুছলেখা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

 

জনপ্রিয় সংবাদ

চমেক হাসপাতালে ভুয়া এনএসআই কর্মকর্তা ধরা

আপডেট সময় : ১০:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে আটক করে। তবে পরবর্তীতে মুছলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। 

নিজেকে এনএসআই সদস্য হিসেবে পরিচয় দেয়া ওই ব্যক্তির নাম মো. শাহজালাল হোসেন (২৮)। তার পিতার নাম মো. তৌহিদ হোসেন এবং তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মোটরসাইকেলে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন, এ সময় মইজ্জার টেকের আগে একটি প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এরপর তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র চেক করেন এবং গাড়ির চালককে থাপ্পড় দেন। 

পরে আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরও তিনি নিজেকে পুনরায় এনএসআই কর্মকর্তা বলে দাবি করেন। তবে তার সন্দেহজনক আচরণে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের কাছে জানায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহজালাল হোসেন এনএসআই-এর সদস্য নন এবং তিনি ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন। এরপরই তাকে আটক করা হয়। ঘটনাটি কর্ণফুলী থানাধীন হওয়ায় তাকে ওই থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়। 

তবে,পরবর্তীতে এমন কাজ করবে না মুছলেখা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।