০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে সমবায় সমিতির নামে লুটপাট, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত ও প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, থানার প্রধান ফটকে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকরা।

মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করছেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, টাকা উদ্ধার কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, টাকা উদ্ধার কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেনসহ আরও অনেকই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ২৩টা সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবি জানান। তানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জানা যায়, ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশে আসার পথে ফাতেমা বেগম নামে এক গ্রাহকের স্ট্রোকে মৃত্যু হয়েছে। আন্দোলনকারী গ্রাহকেরা সড়কের অবস্থান নেওয়ায় মাদারগঞ্জ শহরের সাথে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সমবায় সমিতির নামে লুটপাট, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ

আপডেট সময় : ০৩:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত ও প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, থানার প্রধান ফটকে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকরা।

মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করছেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, টাকা উদ্ধার কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, টাকা উদ্ধার কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেনসহ আরও অনেকই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ২৩টা সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবি জানান। তানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জানা যায়, ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশে আসার পথে ফাতেমা বেগম নামে এক গ্রাহকের স্ট্রোকে মৃত্যু হয়েছে। আন্দোলনকারী গ্রাহকেরা সড়কের অবস্থান নেওয়ায় মাদারগঞ্জ শহরের সাথে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।