সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষণ এবং মাদকের
ছড়াছড়ি প্রতিরোধ কল্পে ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী অফিসার
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ওই
স্মারকলিপি প্রদান করেছেন।
ইউএনও বলেন, নারী ও শিশু ধর্ষণ এবং মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি
সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে। সকলের
সহযোগিতা পেলে অবশ্যই এসব অপরাধ কর্মকান্ডসহ সামাজিক বিভিন্ন
অপরাধ প্রবণতা কমে আসবে বলে তিনি মনে করেন।
এর আগে ভালুকা গফরগাঁও সড়কের উপজেলা পরিষদের সামনে প্রায় আধ
ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন আন্তর্জাতিক
মানবাধিকার দূর্নীতি বিরোধী সোসাইটির ময়মনসিংহ বিভাগীয়
সভাপতি কে এম জসিম উদ্দিন, ভালুকা শাখার সভাপতি শাহজাহান মিয়া,
সাধারণ সম্পাদক বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাহাবুল ইসলাম, নারী ও
শিক্ষা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার, মানবাধিকার কর্মী আবদুর রশিদ,
প্রিন্স আহমেদ, বাচ্চু মিয়া, আশরাফুল আলম, আমেনা আক্তার, ও হোসাইন
আহমেদ সবুজ প্রমুখ।
শিরোনাম
ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে ইউএনওকে স্মারকলিপি প্রদান
-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- ।
- 137
জনপ্রিয় সংবাদ




















