যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নৃশংস বর্বোরচিত গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে চরফ্যাশন থানা রোডস্থ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চরফ্যাশন শহরের থানা রোড, কলেজ রোড ও জনতা রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের ন্যাশনাল ব্যাংক চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারী মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নেতা এডভোকেট মহিবুল্লাহ। জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌরসভার সেক্রেটারি অধ্যাপক মামুন আলমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন এডভোকেট এনামুল হক রায়হানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন সারির নেতারা।
বক্তারা বলেন, ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র। তাই তারা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার রাষ্ট্র ফিলিস্তিনে হামলা করে মুসলমানদের অকাতরে হত্যা করছে। ইসরায়েলী পণ্য বর্জন করে তাদের অর্থনৈতিক ভীত দুর্বল করে দিতে হবে।
জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।
শিরোনাম
ইসরাইলের হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
-
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- ।
- 77
জনপ্রিয় সংবাদ





















