১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁওতে আগুনে পুড়েছে ৩ বসতঘর

কক্সবাজারের ঈদগাঁওতে আগুনে পুড়ে ৩ টি বসতঘর ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের বাহরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন উক্ত এলাকার
মোঃ ইসলাম, ছৈয়দ আলম প্রকাশ বান্ডু ও রিয়াদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যাক্ত একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এক বছর ধরে এ ঘরে কেউ বসবাস করে না। কেউ ষড়যন্ত্র করে আগুন লাগাতে পারে। তবে চাচাদের সাথে দীর্ঘদিন ক্ষতিগ্রস্তদের বিরোধ চলে আসছিল।
স্থানীয় চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ এক লাখ টাকা বিতরণ করেন। তিনি  প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা দেয়ার জন্য  ঈদগাহ উপজেলা ইউএনওর প্রতি অনুরোধ জানান।
এ দিকে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান।
তিনি বলেন, কে কা কারা অগ্নিসংযোগের সাথে সাথে জড়িত তা তদন্ত করে বের করা হবে। তিনি ঘটনার সাথে যারা জড়িতদের আইনের আওতায় আনা হবে হবে বলে জানান।
জনপ্রিয় সংবাদ

ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

ঈদগাঁওতে আগুনে পুড়েছে ৩ বসতঘর

আপডেট সময় : ০৬:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
কক্সবাজারের ঈদগাঁওতে আগুনে পুড়ে ৩ টি বসতঘর ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের বাহরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন উক্ত এলাকার
মোঃ ইসলাম, ছৈয়দ আলম প্রকাশ বান্ডু ও রিয়াদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যাক্ত একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এক বছর ধরে এ ঘরে কেউ বসবাস করে না। কেউ ষড়যন্ত্র করে আগুন লাগাতে পারে। তবে চাচাদের সাথে দীর্ঘদিন ক্ষতিগ্রস্তদের বিরোধ চলে আসছিল।
স্থানীয় চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ এক লাখ টাকা বিতরণ করেন। তিনি  প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা দেয়ার জন্য  ঈদগাহ উপজেলা ইউএনওর প্রতি অনুরোধ জানান।
এ দিকে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান।
তিনি বলেন, কে কা কারা অগ্নিসংযোগের সাথে সাথে জড়িত তা তদন্ত করে বের করা হবে। তিনি ঘটনার সাথে যারা জড়িতদের আইনের আওতায় আনা হবে হবে বলে জানান।