ফেনীতে এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করায় একটি ঘটনায় হল পরিদর্শক মো. ইউনুছকে ২ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে হল পরিদর্শকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন
সূত্র জানায়, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রে এসএসসি দাখিল সমমানের পরীক্ষা চলাকালে সহকারী শিক্ষক মো. ইউনুছ বিরিঞ্চি মাদ্রাসার পরীক্ষার্থী মারুফুল ইসলামকে নকল সরবরাহ করেন। বিষয়টি কেন্দ্র সচিব ও মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গাজী ইকবাল হোসেনের নজরে আসলে তারা এটি অভিযোগ করেন। তদন্ত করে ঘটনাটির সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা এ রায় দেন।
মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গাজী ইকবাল হোসেন জানান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিপত্র ও ফেনীর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক নকলমুক্ত পরীক্ষা গ্রহণ করতে আলিয়া কামিল মাদ্রাসা বদ্ধ পরিকর। পরীক্ষার হলে কোনো রকম অনিয়ম মেনে নেওয়া হবে না।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, কেন্দ্র সচিবের অভিযোগের ভিত্তিতে নকল সরবরাহে সহায়তা করার অপরাধে হল পরিদর্শক মো. ইউনুছকে হল পরিদর্শকের পদ থেকে অব্যাহতি দিয়ে ২ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





















