লালমনিরহাটের জজ কোর্টে বিভিন্ন পদে নিজস্ব আত্মীয় -স্বজন, বহিরাগতদের অর্থ বিনিময়ে ও পতিত স্বৈরাচারের দোসরদেরকে চাকুরীতে নিয়োগ দেওয়ায় অবিলম্বে উক্ত নিয়োগ বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ, লালমনিরহাট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক জয়নুল আবেদীন স্বপন। এসময় তার সাথে ছিলেন সদস্য আফজাল হোসেন, এ্যাডভোকেট ময়েজুল ইসলাম, সাইদুল হক ছোটন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ১৪টি কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক, ৪টি জারীকারক, ৬টি অফিস সহায়ক পদে নিয়োগের জন্য লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিত্যানন্দ রায় কে নিয়োগ বোর্ডের প্রধান করা হয়। তিনি নিয়োগের শর্ত না মেনে অনৈতিকভাবে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন।
বিষয়টি জানতে পেরে গত ৯ মার্চ সচেতন নাগরিক সমাজ নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের ঘোষনা দিলে গত ৮ মার্চ জেলা ও দায়রা জজ কর্তৃক স্বাক্ষরিত নিয়োগ স্থগিতাদেশ প্রকাশিত হয়। উক্ত আদেশকে তোয়াক্কা না করে পুনরায় নিয়োগটি বহাল করায় লালমনিরহাট বাসীকে মেধাশূন্য করেছে।
তিনি আরোও বলেন, উক্ত নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তা না হলে সচেতন নাগরিক সমাজকে সাথে নিয়ে আগামী ১৭ এপ্রিল আবারোও বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করা হবে।






















