বর্ষবরণে আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে নৈঃশব্দ্য মহাকাল এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবির, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোছা. খাদিজা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আবুল কালাম বিশ্বাসসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ খাবারের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বাংলা নববর্ষ উপলক্ষে আমরা আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ খাবারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।





















