১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রা

কুমিল্লার মুরাদনগরে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর। পান্তা ইলিশ খাবার পর বর্ষবরণের ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রাটি আল্লাহুচত্বর প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।
সোমবার সকাল ৯টার দিকে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য আনন্দঘন শোভাযাত্রায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাজনার তালে তালে আনন্দ শোভাযাত্রাটি এগিয়ে যায়। নানা রঙের ব্যানার প্লেকার্ড বহন করা শোভাযাত্রার শোভা বৃদ্ধি করে। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় গ্রামবাংলার লোকজ মেলা। এতে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজ সেবা অফিসার বরুন দে, সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

মুরাদনগরে বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় : ০৬:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

কুমিল্লার মুরাদনগরে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর। পান্তা ইলিশ খাবার পর বর্ষবরণের ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রাটি আল্লাহুচত্বর প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।
সোমবার সকাল ৯টার দিকে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য আনন্দঘন শোভাযাত্রায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাজনার তালে তালে আনন্দ শোভাযাত্রাটি এগিয়ে যায়। নানা রঙের ব্যানার প্লেকার্ড বহন করা শোভাযাত্রার শোভা বৃদ্ধি করে। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় গ্রামবাংলার লোকজ মেলা। এতে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজ সেবা অফিসার বরুন দে, সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।