০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে বর্ষবরণ-১৪৩২ উদযাপন

১ বৈশাখ বর্ষবরণ-১৪৩২ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসকের (ডিসি) আয়োজনে শহরের বকুলতলা থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

সোমবার (১ বৈশাখ) জেলা প্রশাসক হাছিনা বেগমের নেতৃত্বে প্রেসক্লাব জামালপুর, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, উদীচী শিল্পীগোষ্ঠী, রণেশ দাসগুপ্ত বিদ্যায়তণ, মনিমেলা খেলাঘর আসরসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সরকারী বিভিন্ন সংস্থা স্বস্ব ব্যানার, ফ্যাস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়।

এছাড়া, সূর্যোদয়ের শুরুতে সকাল সাড়ে ৬টায় শহরের দয়াময়ীস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন শুরু করে। অনুষ্ঠান শেষে একটি আনন্দ শোভাযাত্রা বকুলতলায় জেলা প্রশাসকের সরকারী শোভাযাত্রার সাথে মিলিত হয়।

সকাল ৮টায় প্রেসক্লাব জামালপুর এবং অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক কার্যালয়ের সামানে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে বকুলতলায় জেলা প্রশাসকের সাথে মিলিত হয়। শোভাযাত্রা শেষে ক্লাবের কার্যালয়ে পান্তা-ইলিশ ও বাঙ্গালী খাবারের আয়োজন করা হয়।

সকাল ১১ টায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরের গেইটপাড় থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় গ্রামীন ঐতিহ্য গরুর গাড়ীসহ নেতা-কর্মীরা বিভিন্ন সাজে সজ্জিত ছিল।

এছাড়া জানা যায়, নবাঙ্কুর, মনিমেলা খেলাঘর আসর, ষড়ঙ্গসহ জেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা ও ঘরোয়া সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে।

জনপ্রিয় সংবাদ

ভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

জামালপুরে বর্ষবরণ-১৪৩২ উদযাপন

আপডেট সময় : ০৮:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

১ বৈশাখ বর্ষবরণ-১৪৩২ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসকের (ডিসি) আয়োজনে শহরের বকুলতলা থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

সোমবার (১ বৈশাখ) জেলা প্রশাসক হাছিনা বেগমের নেতৃত্বে প্রেসক্লাব জামালপুর, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, উদীচী শিল্পীগোষ্ঠী, রণেশ দাসগুপ্ত বিদ্যায়তণ, মনিমেলা খেলাঘর আসরসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সরকারী বিভিন্ন সংস্থা স্বস্ব ব্যানার, ফ্যাস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়।

এছাড়া, সূর্যোদয়ের শুরুতে সকাল সাড়ে ৬টায় শহরের দয়াময়ীস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন শুরু করে। অনুষ্ঠান শেষে একটি আনন্দ শোভাযাত্রা বকুলতলায় জেলা প্রশাসকের সরকারী শোভাযাত্রার সাথে মিলিত হয়।

সকাল ৮টায় প্রেসক্লাব জামালপুর এবং অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক কার্যালয়ের সামানে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে বকুলতলায় জেলা প্রশাসকের সাথে মিলিত হয়। শোভাযাত্রা শেষে ক্লাবের কার্যালয়ে পান্তা-ইলিশ ও বাঙ্গালী খাবারের আয়োজন করা হয়।

সকাল ১১ টায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরের গেইটপাড় থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় গ্রামীন ঐতিহ্য গরুর গাড়ীসহ নেতা-কর্মীরা বিভিন্ন সাজে সজ্জিত ছিল।

এছাড়া জানা যায়, নবাঙ্কুর, মনিমেলা খেলাঘর আসর, ষড়ঙ্গসহ জেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা ও ঘরোয়া সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে।