১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে এক বোঁটায় ৩২ লাউ ধরার দৃষ্টান্ত

যশোরের চৌগাছায় লাউ গাছের এক বোঁটায় ধরেছে ৩২টি লাউ! চমকপ্রদ এই ঘটনা উপজেলার হাকিম ইউনিয়নের যাত্রাপুর গ্রামের। ঘটনাটি বিস্ময়ের জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে, আর এখন সেটি যেন হয়ে উঠেছে পুরো গ্রামের ‘সবজির বিস্ময়’।

লাউ গাছের মালিক কৃষক উসমান আলী সরদার জানান, তিন মাস আগে নিজের বাড়ির আঙিনায় পারিবারিক খাওয়ার উদ্দেশ্যে একটি লাউয়ের বীজ রোপণ করেন। গাছটি লতিয়ে উঠার পর তিনি তৈরি করেন একটি ছোট মাচা। সাধারণ আগ্রহেই গাছের যত্ন নিতেন তিনি। কিন্তু ১৫ দিন আগে তিনি হঠাৎ দেখতে পান এক গাছে ঝুলছে অসংখ্য লাউ! গুনে দেখেন মোট ৩২টি।

উসমান আলী আরও জানান, আমি কোনো বড় চাষি না, শুধু নিজের খাওয়ার জন্য গাছ লাগিয়েছিলাম। কিন্তু এখন সবাই দেখতে আসছে। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।

চৌগাছা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান জানান, গাছটিতে যে পরিমাণ লাউ ধরেছে, তা সত্যিই ব্যতিক্রম। তবে এটা অলৌকিক কিছু নয়। সঠিক পরিচর্যা, রোগমুক্ত গাছ নির্বাচন, নিয়মিত পানি ও সার প্রয়োগ এবং আবহাওয়ার অনুকূলতার কারণে এমন ফলন হতে পারে। এটি স্থানীয় কৃষকদের জন্য একটি উৎসাহজনক দৃষ্টান্ত।

উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন জানান, এ ধরনের ফলন দেখে প্রমাণ হলো বাড়ির আঙিনাতেও যত্ন নিয়ে সবজি চাষ করলে ভালো ফল পাওয়া যায়। উসমান আলীর মতো অন্যরাও সবজি চাষে আগ্রহী হোক।

জনপ্রিয় সংবাদ

যশোরে এক বোঁটায় ৩২ লাউ ধরার দৃষ্টান্ত

আপডেট সময় : ০১:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

যশোরের চৌগাছায় লাউ গাছের এক বোঁটায় ধরেছে ৩২টি লাউ! চমকপ্রদ এই ঘটনা উপজেলার হাকিম ইউনিয়নের যাত্রাপুর গ্রামের। ঘটনাটি বিস্ময়ের জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে, আর এখন সেটি যেন হয়ে উঠেছে পুরো গ্রামের ‘সবজির বিস্ময়’।

লাউ গাছের মালিক কৃষক উসমান আলী সরদার জানান, তিন মাস আগে নিজের বাড়ির আঙিনায় পারিবারিক খাওয়ার উদ্দেশ্যে একটি লাউয়ের বীজ রোপণ করেন। গাছটি লতিয়ে উঠার পর তিনি তৈরি করেন একটি ছোট মাচা। সাধারণ আগ্রহেই গাছের যত্ন নিতেন তিনি। কিন্তু ১৫ দিন আগে তিনি হঠাৎ দেখতে পান এক গাছে ঝুলছে অসংখ্য লাউ! গুনে দেখেন মোট ৩২টি।

উসমান আলী আরও জানান, আমি কোনো বড় চাষি না, শুধু নিজের খাওয়ার জন্য গাছ লাগিয়েছিলাম। কিন্তু এখন সবাই দেখতে আসছে। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।

চৌগাছা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান জানান, গাছটিতে যে পরিমাণ লাউ ধরেছে, তা সত্যিই ব্যতিক্রম। তবে এটা অলৌকিক কিছু নয়। সঠিক পরিচর্যা, রোগমুক্ত গাছ নির্বাচন, নিয়মিত পানি ও সার প্রয়োগ এবং আবহাওয়ার অনুকূলতার কারণে এমন ফলন হতে পারে। এটি স্থানীয় কৃষকদের জন্য একটি উৎসাহজনক দৃষ্টান্ত।

উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন জানান, এ ধরনের ফলন দেখে প্রমাণ হলো বাড়ির আঙিনাতেও যত্ন নিয়ে সবজি চাষ করলে ভালো ফল পাওয়া যায়। উসমান আলীর মতো অন্যরাও সবজি চাষে আগ্রহী হোক।